বড়সড় আগুন লাগল হামসফর এক্সপ্রেসে। যদিও কোনও হতাহতের খবর নেই। শনিবার বিকেলে গুজরাতের বলসাড স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। তিরুচিলাপল্লি থেকে গান্ধিনগর পর্যন্ত ট্রেনটি চলাচল করে।
পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর জানিয়েছেন, প্রথমে ট্রেনটির পাওয়ার ভ্য়ানে আগুন লাগে। বিষয়টি নজরে পড়তেই থামিয়ে দেওয়া হয় এবং দ্রুত পাশের কামরা থেকে যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাওয়া ভ্যানের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এবং সেখান থেকে B1 কোচে ছড়িয়ে গিয়েছিল। যদিও বড়সড় দুরর্ঘটনার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।