ভয়াবহ আগুন লাগল দিল্লির একটি কারখানায়। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির বাওয়ানা এলাকায়। ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জানা গিয়েছে, বুধবার দুপুরে হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন কারখানার কর্মী এবং আশপাশের লোকজন। তাঁরা খবর দেন দমকলে। প্রথমে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুন বাড়তে থাকায় আরও ছটি ইঞ্জিন পাঠানো হয় সেখানে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। ওই কারখানার একটি জানলা দিয়ে আগুনের শিখা বের হতে দেখা গেছে।