কেদারনাথে ঘোড়াকে মাদক খাওয়ানোর ঘটনার দুই অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ। ইতিমধ্যে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন নেটিজেনরা। এদিকে বৃষ্টির কারণে আপাতত বন্ধ কেদারনাথ যাত্রা।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি ঘোড়াকে জোর করে সিগারেট খাওয়াচ্ছে দুই যুবক। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ভিডিওটি ভাইরাল হতেই অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন নেটিজেনরা। অভিযুক্তদের গ্রেফতারির দাবি জোরালো হতে শুরু করেছে। রুদ্রপ্রয়াগ পুলিশ সূত্রে জানা গেছে, ঘোড়ার মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পশুর প্রতি নিষ্ঠুর আচরণ করার অপরাধে আলাদা আলাদা ১৪টি মামলা দায়ের করা হয়েছে। রবিনা ট্যান্ডনও ওই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন।
রবিনা ট্যান্ডন ওই ভিডিওটি টুইটও করেন। সঙ্গে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেন তিনি।