JNU student clash: জেএনইউ'র ঘটনায় এবিভিপি'র সদস্যদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা দায়ের করল পুলিশ

Updated : Apr 11, 2022 15:53
|
Editorji News Desk

রবিবার রাতে বাম ও বিজেপি ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তাল হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU clash)। আহত হয়েছেন ৬ পড়ুয়া। জেএনইউ'র কাবেরী হোস্টেলের (Clash at JNU hostel) মেসের সেক্রেটারিকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এবিভিপি'র (ABVP) 'অজ্ঞাতপরিচয়' সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩২৩, ৩৪১, ৫০৬, ৫০৯ এবং ৩৪ নং ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। জানা গিয়েছে, এবিভিপি'র ছাত্ররাও থানায় এফআইআর করবেন। সোমবার বাম ছাত্র সংগঠনের নেতারা দিল্লি পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: কার্ড ছাড়া নগদ তোলার সুবিধা পাওয়া যাবে সব এটিএমে, জেনে নিন কীভাবে টাকা তুলবেন

ঘটনার সূত্রপাত রবিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) কাবেরী হোস্টেলে (Cauvery Hostel)। এবিভিপি প্রভাবিত পড়ুয়াদের একাংশ রামনবমী পালনের আয়োজন করেছিলেন। তবে মেস কমিটির পক্ষ থেকে অন্য দিনের মতোই খাবারের ব্যবস্থা করা হয়। অভিযোগ, তাতে ক্ষুব্ধ হন এবিভিপির সমর্থকেরা। এসএফআই, আইসা-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলি এবিভিপি-র বিরুদ্ধে আমিষ খাবার পরিবেশনে বাধা দেওয়া এবং মেস সেক্রেটারিকে নিগ্রহের অভিযোগ তুলেছে। পাল্টা বামেদের বিরুদ্ধে রামনবমীর (Ram Navami) প্রার্থনায় বাধা দেওয়ার অভিযোগ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।

বামপন্থী পড়ুয়াদের দাবি, এবিভিপির (ABVP) প্রহারে ৫০-৬০ জন ছাত্রছাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র সংসদের প্রাক্তন নেতা এন সাই বালাজিও রয়েছেন। জেএনইউ ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষের দাবি, অনেকের মাথা ফেটে গিয়েছে, হাতও ভেঙেছে একাধিক জনের।

অন্যদিকে, জেএনইউ-এর এবিভিপি সংগঠনের সভাপতি রোহিত কুমার জানান, আমিষ নিয়ে কোনও গণ্ডগোল হয়নি। রামনবমীর প্রার্থনায় বামেরা বাধা দিয়েছেন। তা নিয়েই শুরু হয় গোলমাল। এই ঘটনায় রবি রাজ নামে এক এবিভিপি সদস্য গুরুতর আহত হয়েছেন বলে দাবি।

JNUABVPPolice

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক