আরজি কর শুনানিতে সুপ্রিম কোর্টে উঠল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে FIR করার দাবি। সোমবারের শুনানিতে এই দাবি তুললেন আইনজীবী মহেশ জেঠমালানি। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করে এদিন সুপ্রিম কোর্টের কাছে বিনীত গোয়েলের বিরুদ্ধে FIR করার অনুমতি চেয়েছেন। তাঁর অভিযোগ, আরজি করের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রথম নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন।
কত দূর এগিয়েছে আরজি করের তদন্ত। সোমবারের শুনানিতে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের থেকে স্টেটাস রিপোর্ট চেয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। গত শুনানির মতো, এদিনও তিনি জানিয়েছেন, সিবিআইয়ের তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তাই, এই ঘটনার তদন্ত সিবিআই যেমন করছে, তেমনই করবে।
সিবিআইয়ের দেওয়ার স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখে, প্রধান বিচারপতি বেঞ্চের প্রশ্ন, ঘুমন্ত অবস্থায় কী ভাবে নির্যাতিতার চোখে আঘাত লাগাল ? আদালতকে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, চশমা খুলে না রাখার জন্য এই ঘটনা ঘটেছে।
যদিও এই মামলায় জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিংয়ের দাবি, খুনের এই ঘটনায় একজন নয়, জড়িত একাধিক ব্যক্তি। এদিনের শুনানিতে হাসপাতালে জাল ওষুধ চক্রের অভিযোগ তুলেছেন জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি।