পাজামা মন্তব্যের জের। ফৌজদারি আইনের নয়া দণ্ডবিধিতে এবার এফআইআর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। নয়া দণ্ডবিধির ৭৯ নম্বর ধারায় কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে এফআইআর করছে দিল্লি পুলিশ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে মহুয়া পাজামা মন্তব্যের জেরেই এই এফআইআর করা হয়েছে।
উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার পর সেখানে গিয়েছিলেন রেখা শর্মা। যার ভিডিওতে দেখা গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের প্রধানের মাথায় ছাতা ধরে হাটছেন এক ব্যক্তি। যা ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এই ঘটনার প্রেক্ষিতেই কৃষ্ণনগরের সাংসদের মন্তব্য ছিল, বসের পাজামা ধরে হাঁটা। অভিযোগ ওঠে একজন মহিলার মর্যাদাহানি করেছেন সাংসদ।
এই ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লি পুলিশেও অভিযোগ জানায় জাতীয় মহিলা কমিশন। নয়া আইনের ৭৯ নম্বর ধারায় উল্লেখ রয়েছে, মহিলাদের মর্যাদাহানি করে এমন ধরনের শব্দ, ইঙ্গিত বা কাজ অপরাধমূলক হিসেবে গণ্য করা হবে। এবং কড়া শাস্তি দেওয়া হবে অভিযুক্তকে।