কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পগুলির চরিত্র বদল হচ্ছে কিনা তা খোঁজ নিতে বিশেষ নির্দেশ দিল অর্থ মন্ত্রক। সূত্রের খবর তার জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হতে পারে। প্রকল্পের নাম সঠিক রয়েছে কিনা তা খোঁজখবর নেওয়ার পাশাপাশি সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা সেবিষয়েও যাচাই করবে ওই কমিটি। যদিও এর আগে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন একাধিক প্রবীণ আধিকারিক।
বেশ কিছু প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে। রাজ্যের বিজেপি নেতাদের অভিযোগ, কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তন করে দিচ্ছে রাজ্য সরকার। সেবিষয়ে খোঁজখবর নেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মনে করছেন অনেকেই। এই সংক্রান্ত কমিটি গঠন করা হলে কেন্দ্রের প্রকল্পগুলির উপর আরও বেশি করে নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় সরকার।
যদিও এবিষয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর পালটা যুক্তি, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারও অর্থ বরাদ্দ করে।