হালফিলে হু হু করে বাড়ছে রিলের জনপ্রিয়তা। ট্রেন থেকে মেট্রো, পার্ক থেকে রেস্তোরাঁ ইন্সটা ইনফ্লুয়েন্সারদের রিলের হিড়িক এখন সর্বত্রই। আর রোজই এমন হাজার হাজার রিল ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার রিল বানাতে গিয়েই CISF এর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কয়েকজন তরুণ-তরুণী। তাও খোদ তাজমহলে।
Shiboprosad Mukherjee: তিনদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ! কবে থেকে শুরু ' বহুরূপী'-র শুটিং?
তাজমহলের একাধিক জায়গায় ছবি তোলা নিষিদ্ধ। কিন্তু সেসব বিধি নিষেধকে বুড়ো আঙুল দেখিয়েই এক তরুণী দেদার রিল বানাচ্ছিলেন বলে অভিযোগ। আর তখনই এক CISF (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স) জওয়ান তরুণীকে বাধা দেন। তারপরেই, বচসা শুরু হয়ে যায়। শেষমেশ হাতাহাতিও শুরু হয়ে যায়। এই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।