North Bengal Train Update: পুজোর মুখে লাইনের কাজ, ঘুরপথে চলবে উত্তরবঙ্গগামী একাধিক এক্সপ্রেস

Updated : Sep 23, 2024 11:42
|
Editorji News Desk

দর্গাপুজোয় ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের ডেস্টিনেশন উত্তরবঙ্গ। কিন্তু এবার উত্তরবঙ্গ সফরে সমস্যায় পড়তে পারেন অনেকেই। কারণ আগামী সপ্তাহে একাধিক ট্রেন ঘুরপথে চালানো হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। 

সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাঙাপানি স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ হবে। সেই কারণে ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক ট্রেন ঘুরপথে NJP এবং অন্য স্টেশনে পৌঁছবে। সেই কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা দেরিতে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা। 

শুধু ঘুরপথে গন্তব্যে পৌঁছনো নয়, একাধিক ট্রেন বাতিলও করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বাতিল করা হয়েছে শিলিগুড়ি জংশন-মালদা কোর্ট ট্রেন এবং ২৯ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার মালদা কোর্ট-শিলিগুড়ি জংশন এবং শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ট্রেনদুটি বাতিল করা হয়েছে। 

অন্যদিকে ওই দিনই পাটনা জংশন-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস দুপুর ১টায় ছাড়ার কথা থাকলেও ওইদিন ট্রেনটি ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে আরও জানানো হয়েছে, ২৪ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মোট ১০টি ট্রেন আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে। তবে যে স্টেশনগুলিতে স্টপ দেওয়ার কথা ছিল সেই সব স্টেশনগুলিতেই দাঁড়াবে ট্রেনগুলি। 

এছাড়াও একাধিক এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে রয়েছে শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ওখা-গুয়াহাটি দ্বারকা এক্সপ্রেস, পুরী-কামাক্ষা এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।  

Train

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক