সমুদ্রস্নানে নেমে পুরীতে ডুবে মৃত বাবা-ছেলে। এই দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে হাওড়ার শিবপুরের দাস পরিবারে নেমেছে শোকের ছায়া। তবে আরও এক পর্যটককে জীবিত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শিবপুরের বাসিন্দা রঞ্জন দাস রবিবার পুরীতে আসেন। বুধবার ছেলে ঋষভকে নিয়ে সমুদ্রে স্নান করতে নামেন তিনি। তাঁদের সঙ্গেই স্নান করতে নামে ভাগ্নে সায়ন মাইতিও। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকাই এক বিশাল ঢেউ আছড়ে পড়ে পাড়ে। সেই ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যেতে শুরু করেন তাঁরা। দুজন তলিয়ে গেলেন কোনওরকমে উদ্ধার করা হয় মৃতের ভাগ্নেকে।