Uttar Pradesh News: 'ছেলে বিক্রি আছে...' প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে বাবা, ঋণ মেটাতে গিয়েই বড় সিদ্ধান্ত

Updated : Oct 31, 2023 14:38
|
Editorji News Desk

উত্তরপ্রদেশের আলিগড় । ফুটপাথে ছেলে ও স্ত্রীকে নিয়ে বসে আছেন এক ব্যক্তি । হাতে প্ল্যাকার্ড- ছেলে বিক্রি আছে... । হ্যাঁ ঠিকই পড়ছেন । বাবাই তাঁর ছেলেকে বিক্রি করার জন্য রাস্তায় বসেছেন । যে যা দিতে চায়, ছেলেকে সেই দামেই বিক্রি করতে রাজি । এমন কথা শুনেছেন কোনওদিন ?

অভাবের সংসার । রিক্সা চালিয়ে কোনওরকম দিন চলে । তার উপর ঋণ নিয়ে জমি কিনতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের রাজকুমার । আর সেটাই হল বড় কাল । জমি তো পেলেনই না, উল্টে ঋণ পরিশোধ করতে গিয়ে বাবা হয়ে নিজের ছেলেকেই নিলামে তুললেন । তাই ছেলে বিক্রির প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় বসে পড়েন তিনি । এ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নিমেষে । এসপি প্রধান অখিলেশ যাদব নিজে সেই ছবি শেয়ার করেছেন । তারপরই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ পুলিশ ।  

জানা গিয়েছে, রাজকুমার একজন ই রিক্সাচালক ।  ছোট্ট একটি জমি কেনার জন্য স্থানীয় মহাজনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ করেছিলেন রাজকুমার। কিন্তু অভিযোগ, ওই মহাজনের ষড়যন্ত্রে জমি কিনতে পারেননি রাজকুমার । তার উপর ঋণ শোধের চাপ আসতে থাকে বারবার । এমনকী, পরিবারের সামনে রাজকুমারকে মারধর, লাঞ্ছনাও করা হত বলে অভিযোগ । রাজকুমারের অভিযোগ, ই-রিক্সাটিও মহাজন ছিনিয়ে নেন । থানায়ও গিয়েছিলেন তিনি । কিন্তু অভিযোগ, তাঁর এফআইআর নেয়নি পুলিশ ।

তবে, সোশ্যালস মিডিয়ায় বিষয়টি ভাইরাল হতেই তৎপরতার সঙ্গে কাজ করছে উত্তরপ্রদেশ পুলিশ । অভিযুক্ত মহাজনকে তড়িঘড়ি গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন রাজকুমার । এদিকে, কেন এত দেরি করে তৎপর হল পুলিশ, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

Uttar Pradesh

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক