মাথায় বস্তা, পরনে মলিন পোশাক। একজন কৃষক বেঙ্গালুরুতে মেট্রো ধরতে যাচ্ছিলেন৷ টিকিট কেটে যখন ভিতরে ঢুকতে যাবেন, ঠিক তখনই পথ আটকে দাঁড়ালেন অফিসাররা। ময়লা পোশাকে মেট্রো চড়া যাবে না, অভিযোগ এমনই কারণ দেখিয়ে ওই যাত্রীকে মেট্রোয় উঠতে বাধা দেওয়া হয়!
এমনই এক অমানবিক ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোস্যাল মিডিয়ায়৷ তীব্র ধিক্কারে ফেটে পড়ছেন নেটিজেনরা। প্রশ্ন করছেন, মেট্রো কি কেবল ঝাঁ চকচকে পোশাক পরা মানুষের যাতায়াতের মাধ্যম?
WPL: গুজরাটকে উড়িয়ে দিয়ে লিগ শীর্ষে মুম্বই, ছয় মেরে ম্যাচ জেতালেন হরমনপ্রীত
হিন্দিভাষী ওই কৃষককে হেনস্থা হতে দেখে প্রতিবাদ করেন কার্ত্তিক সি আইরানি নামে এক ব্যক্তি৷ তাঁর কথা শুনে এগিয়ে আসেন আরও যাত্রীরা। তাঁরা বলেন, এই কৃষক তো আইনভঙ্গ করেননি, নিরাপত্তার জন্য বিপজ্জনকও কিছু করেননি৷ তাহলে কেন তাঁকে আটকানো হবে! সম্মিলিত প্রতিবাদের মুখে ওই কৃষককে মেট্রোয় উঠতে দেন কর্তৃপক্ষ।