শুক্রবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণ হল বেঙ্গালুরুতে। দুপুর একটা নাগাদ কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে এই বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ৪ জনের মধ্যে ৩ জনই ওই ক্যাফের কর্মী। ক্যাফেটির হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কী কারণে বিস্ফোরণ এখনও পর্যন্ত জানা যায়নি।
উল্লেখ্য, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছেন হোয়াইটফিল্ড এলাকার ডেপুটি পুলিশ কমিশনার। এই ক্যাফেটি বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় খাবারের দোকানের মধ্যে একটি। প্রতিদিন এখানে বহু গ্রাহক ভিড় করেন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর কোনও আগুন দেখা যায়নি। তাই রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়নি বলেই মনে করা হচ্ছে। গ্যাস পাইপ-লাইন লিক হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক সূত্রে খবর, ক্যাফেতে রাখা একটি ব্যাগ থেকেই বিস্ফোরণ হয়। কে বা কারা ওই ব্যাগ এনে রেখেছিল, তা এখনও জানা যায়নি। ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে ফরেন্সিক টিম।