উত্তর কাশীর সুড়ঙ্গ থেকে কী মঙ্গলবারই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে ? গত কয়েকদিনের মতো, এই প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে। কারণ, সাফল্য আসছে ইঁদুরের কায়দায় গর্ত খোঁড়ার প্রক্রিয়ায়।
মঙ্গলবার সকাল পর্যন্ত যা খবর, তাতে মূল অংশ থেকে আর চার থেকে পাঁচ কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছেন খননকারীরা। ঘটনাস্থল থেকে সেই ভিডিও নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে সংবাদসংস্থা পিটিআই।
একসঙ্গে কাজ করছেন চার জন। এরমধ্যে তিনজন একটি পাইপের ভিতর থেকে বেরিয়ে থাকা দড়ি টানছেন। আর চতুর্থ জনকে দেখা গিয়েছে পাশে দাঁড়িয়ে থাকতে। ঘটনাস্থলে থাকা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কাজ অনেকটাই এগিয়েছে।
তাঁদের দাবি, ইতিমধ্যে ৫০ মিটার রাস্তা অতিক্রম করা গিয়েছে। বাকি যেটুকু রয়েছে, তাতে তাঁরা আশাবাদী আর কয়েকঘণ্টার মধ্যে তা করে ফেলে সম্ভব হবে। প্রায় একই সুর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর মুখেও। প্রায় ২০ দিন হতে চলল সুড়ঙ্গে আটকে বাংলার তিন শ্রমিক-সহ ৪১ জন।