পালাবদল হয়েছে ছত্তিশগড়ে। কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ফের মসনদে পদ্ম শিবির। মাওবাদী অধ্যুসিত এই রাজ্যে ভালো ফল করতেই ফোন আসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। শুভেচ্ছা জানান সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। সূত্রের খবর এমনই। কিন্তু ছত্তিশগড়ের ফলাফলে শুভেন্দুর কাছে ফোন কেন?এর পিছনের সমীকরণ খুব একটা জটিল নয়।
ছত্তিশগড়ের এমন ১১ টি আসন রয়েছে যেগুলি বাঙালি অধ্যুসিত। গতবার ওই ১১টি আসনের একটিও পায়নি বিজেপি। গত বিধানসভা নির্বাচনে ক্ষমতা হাতছাড়া হওয়ার একটি বড় কারণ ছিল সেটি। এই নির্বাচনে ওই আসনগুলির প্রচারের দায়িত্ব ছিল শুভেন্দু। এছাড়াও বাংলার একাধিক BJP নেতা ওই এলাকাগুলির মাটি কামড়ে পড়ে ছিলেন। ফল স্বরূপ ৮টি আসনে পদ্ম ফুটেছে। আর সেকারণেই শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়েছেন রমন সিং।
বাঙালি অধ্যুসিত ওই ১১টি আসন হল বস্তার, বীজাপুর, জগদলপুর, দন্তেওয়াড়া, কোন্টা, চিত্রকোট, অনন্তগড়, কেশকাল, কানকের, কোন্ডাগাঁও এবং নারায়ণপুর। এগুলি মূলত বাঙালি অধ্যুসিত এলাকা। এর মধ্যে আবার বেশ কয়েকটি মাওবাদী অধ্যুসিত।
এদিকে ওই বিধানসভাগুলির ভালো ফল করতেই উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছেন সবাই। সেখান থেকেই এই জয় এসেছে। তাঁর দাবি ছত্তিশগড়ের সাউ এবং ওবিসি সমাজ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে।