এবার পথকুকুরদেরও থাকবে পরিচয় পত্র। তাঁদের গলায় ঝোলানো থাকবে একটি করে আধার কার্ড। এমনই পদক্ষেপ নিল মুম্বই পুরসভা। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ২০ টি পথকুকুরের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘আধার কার্ড’, করা হয়েছে কুকুরগুলির টিকাকরণও। শনিবার সকালে এই কর্মসূচি নেওয়া হয়।
প্রতিটা আধার কার্ডে থাকছে একটি করে কিউআর কোড, যা স্ক্যান করলেই জানা যাবে কুকুরটির নাম, প্রজাতি , কোনও রোগ আছে কী না, কবে টিকা করণ হয়েছে সবটাই। পুরসভা সূত্রে খবর, মুম্বইয়ের পথকুকুরদের একটি ডেটাবেস তৈরী করতেই এই কর্মসূচি নিয়েছে পুরসভা। সেই ট্রায়াল শুরু হল, ধীরে ধীরে মায়ানগরীর সমস্ত পথকুকুরদের গলাতেই ঝুলবে আধার কার্ড।