মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় রিপোর্ট পেশ করল এথিক্স কমিটি। বেলা ১২টার পর সেই রিপোর্ট সংসদে পেশ করার পরই তুমুল হট্টগোল হয়। হইচইয়ের মাঝে সভা মুলতুবি করে দেওয়া হয়। দুপুর ২টো পর্যন্ত সংসদের অধিবেশন মুলতুবি।
স্পিকারের কাছে এথিক্স কমিটির রিপোর্ট পড়তেই সংসদে স্লোগান দেওয়া শুরু করেন তৃণমূল ও বিরোধী দলগুলি। সংসদের সংখ্যাগরিষ্ঠাতার ভোটে বহিষ্কার করা হতে পারে মহুয়াকে। এরপরই তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হবে কিনা, সিদ্ধান্ত নেবেন স্পিকার।
এদিন সংসদে প্রবেশের আগে বিজেপিকে আক্রমণ করেন মহুয়া। তিনি বলেন, ওরা বস্ত্রহরণ শুরু করেছে। এবার মহাভারতের যুদ্ধ হবে। তাঁর মুখে শোনা যায় নজরুলের কবিতার পঙক্তিও।