শুক্রবার সংসদে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়বে। লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর স্পিকারের কাছে রিপোর্ট জমা দেবেন। তারপর ঠিক হবে, সেই রিপোর্ট নিয়ে কোন পথে এগোবে লোকসভা।
বৃহস্পতিবার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই স্পিকারের কাছে তৃণমূলের পক্ষ থেকে রিপোর্ট নিয়ে আলোচনার দাবি করা হয়েছে। দাবি করা হয়েছে, মহুয়াকে লোকসভার কক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সূত্রের খবর, রিপোর্ট পেশ হওয়ার আধঘণ্টার মধ্যে বিষয়টির নিষ্পত্তি হবে। অর্থাৎ জানা যাবে, সাংসদ পদ থাকছে না খারিজ হচ্ছে, তা শুক্রবারই ঠিক হয়ে যাবে।
গত একমাস ধরে বিজেপি নেতাদের অভিযোগ, টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই অভিযোগে যে তদন্ত হয়েছে তা শীতকালীন অধিবেশনের প্রথম দিনই পেশ করার কথা ছিল। কিন্তু এর মধ্যে তা পেশ করা হয়নি।