শনিবার এনকাউন্টারে নিকেশ হল এক জঙ্গি। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায়। এর আগে শুক্রবার জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছিলেন তিন সেনা জওয়ান। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এক জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার একটি গ্রামে এনকাউন্টার শুরু হয়। প্রথমে সেনাবাহিনীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিদের একটি দল। তার পালটা জবাব দেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। সেখানেই খতম হয় এক জঙ্গি।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল যে ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেইমতো তল্লাশি অভিযান শুরু করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী রবিবার সকালেও একাউন্টার হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের একটি দলও সেখানে উপস্থিত থাকার খবর পাওয়া গেছে।