আবার কী গান্ধী পরিবারের কেউ ? নাকি সীতারাম কেশরী পরবর্তী সময়ে ১০ জনপথের বাইরের কোনও সদস্য ? কে হবেন কংগ্রেসের নতুন সভাপতি। রবিবার জরুরি সভা ডেকে সভাপতি নির্বাচনের দিন ঠিক করল এআইসিসি। ১৭ অক্টোবর নেওয়া হবে ভোট। ১৯ অক্টোবর জানা যাবে নতুন কংগ্রেস সভাপতির নাম। এরমধ্য়েই কংগ্রেসের বর্ষীয়ান নেতা হরিশ রাওয়াতের কটাক্ষ, রাহুলই হবেন নতুন সভাপতি। বাকি সবটাই লোক দেখানো।
সামনে ২০২৪ সালের লোকসভা ভোট। দিল্লির মসনদ থেকে মোদী সরকারকে হঠানোর শপথ নিয়েছেন রাহুল গান্ধী। তাঁর নেতৃত্বেই কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। সেই তথ্য এখনও বর্তমান। এই পরিস্থিতিতেই ঠিক হয়েছে ২২ সেপ্টেম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে মনোনয়ন। তবে যদি সর্বসম্মত ভাবেই কেউ সভাপতি নির্বাচিত হন, তা-হলে আর নির্বাচনের প্রয়োজন থাকবে না।
আগেই ঠিক ছিল রবিবার বসবে এআইসিসির সভা। যেখানে সভাপতিত্ব করেন সনিয়া গান্ধী। ভার্চুয়াল এই বৈঠকে ছিলেন রাহুল, প্রিয়াঙ্কাও। ছিলেন কংগ্রেস শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও। এমনকী বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা আনন্দ শর্মা।
দু দিন আগেই রাহুল গান্ধীর প্রতি অনাস্থা দেখিয়ে দল ছেড়েছেন জম্মুর নেতা গুলাম নবি আজাদ। আজাদের দল ছাড়ার পরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে জানিয়েছিলেন, তাঁরা রাহুলকেই সভাপতি হওয়ার জন্য জোর করবেন। এরই মধ্যে জল্পনা ছড়িয়ে পড়ে গান্ধী পরিবারের আস্থাভাজন অশোক গেহলতকে সভাপতি হিসাবে বেছে নিতে পারে দল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানান, তিনি রাহুলকেই সভাপতি হিসাবে দেখতে চান।