লোকসভা নির্বাচনের আগে দেশের জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের প্রশিক্ষণ ও কী কী করতে হবে, তা স্থির করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভোটে হিংসা আটকাতে নিরাপত্তা আরও আঁটসাট হবে বলে এই ইঙ্গিত দিয়েছে কমিশন। পাশাপাশি ভোট পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষতার অভাব বা গাফিলতিও বরদাস্ত করা হবে না, তাও ইঙ্গিত করেছে কমিশন।
এবারই প্রথম অফিসারদের দফায় দফায় দিল্লি পাঠিয়ে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। তার মধ্যে একদিন পরীক্ষা। অন্য দিন মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ বার্তা। সূত্রের খবর, বাস্তব সমস্যা প্রশ্ন আকারে তুলে ধরা হচ্ছে। সমাধানও লিখতে হচ্ছে। ১০০ নম্বরের মধ্যে ৭৫ নম্বরকে পাস মার্ক ধরা হচ্ছে। পাস না করলে কী হবে, তা যদিও স্পষ্ট নয়।
সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ থেকে সংশ্লিষ্ট অফিসারদের নজরে রাখছে। গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপ থেকে পিছপা হবে না কমিশন।