মিজোরামের বিধানসভা নির্বাচনের গণনার দিনবদল জাতীয় নির্বাচন কমিশনের। রবিবার পাঁচ রাজ্যেই ভোটগণনার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার মিজোরামে গণনা হবে। মিজোরাম এনজিও কো-অর্ডিনেশন কমিটির গণনার দিন পিছনো নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এবার গণনার দিন পিছনোর সিদ্ধান্ত কমিশনের।
সপ্তাহের অন্য কোনও দিন গণনা হোক, এমনই দাবি করেছিল মিজোরামের একাধিক সংগঠন। সেই অনুরোধ মেনেই গণনার দিন বদলের সিদ্ধান্ত কমিশনের।