হাসপাতালে পড়ে ছেলের মৃতদেহ। সেই মৃতদেহ হাসপাতাল থেকে ছাড়াতে ভিক্ষার ঝুলি হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মা-বাবা। কারণ হাসপাতালের এক কর্মচারী জানান, ৫০ হাজার টাকা ঘুষ(Bribe) দিলে তবেই দেওয়া হবে ছেলের দেহ। ফলে ঘুষের টাকা জোগাড় করতে এখন ভিক্ষার পথ বেছে নি্তে বাধ্য হয়েছেন অসহায় দম্পতি। বিহারের সমস্তিপুরের(Bihar Viral Video) এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
দিনকয়েক আগেই মহেশ ঠাকুর ও তাঁর স্ত্রীর ভিক্ষা চাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়। মহেশ বলেন, ‘‘কিছুদিন আগে আমাদের ছেলে নিখোঁজ হয়ে যায়। পরে এক জনের ফোনে জানতে পারি, সমস্তিপুরের সদর হাসপাতালে(Samastipur State General Hospital) ওর মৃতদেহ পড়ে আছে। হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, ৫০ হাজার টাকা না দিলে ছেলের দেহ ফিরে পাওয়া যাবে না।’’
আরও পড়ুন- Roddur Roy: গোয়া থেকে রাজ্যে এনেই লালবাজারের লক আপে রাখা হল ইউটিউবার রোদ্দুর রায়-কে
জানা গিয়েছে, হাসপাতালের বেশিরভাগ স্বাস্থ্যকর্মীই চুক্তিভিত্তিক কর্মচারী(Contractual Staff)। তাঁরা সময়মতো বেতন পান না। তাই বাড়তি আয় করতে তাঁরা রোগীর স্বজনদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা আদায় করেন। আগেও এই ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ(Samastipur Viral Video) জানিয়েছে, ওই কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।