ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। এই একমাস ইসলাম ধর্মাবলম্বীরা কঠিন ভাবে পালন করেন রমজান। শুক্রবারই শেষ হয়েছে রমজান মাস, আজ দেশজুড়ে খুশির ইদ। শুধু ভারতই নয়, বাংলাদেশ- পাকিস্তান- ইন্দোনেশিয়া- মালয়েশিয়ার মতো দেশেও এই দিনই পালন করা হবে ইদ উল ফিতর।
মার্চ মাসের ২৪ তারিখ থেকে চলতি বছরে শুরু হয়েছে রোজা। সেই রোজা ভাঙা হয় ইদের চাঁদ দেখে। নতুন জামা, ভাল মন্দ খানা পিনায় এই দিন উৎসব পালন করবেন ইসলাম ধর্মাবলম্বীরা। এমন দিনে দরিদ্রদের বিশেষ জাকাত দিয়ে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। এছাড়াও সিমাই, কাবাব, বিরিয়ানি, হালিমের 'দাওয়াত' থাকে বাড়িতে বাড়িতে।
সাউদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, কাতার, কুয়েত, বাহারিন, ইজিপ্ট, তুর্কী, ইরান, ইউকে-সহ মধ্য প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলিতে বৃহস্পতিবার সন্ধ্যা, অর্থাৎ ২০ এপ্রিল চাঁদ দেখা যাওয়ায় দেশগুলিতে শুক্রবার পালিত হয়েছে খুশির ইদ।