নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে সাজোসাজো রব। তার আগেই এই নতুন ভবনের অন্দমহলের সাজসজ্জা দেখে এলো এডিটরজি।
বিরোধীদের বয়কটের ডাকের মাঝেই নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২০২০ সালের ১০ ডিসেম্বর এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদী। নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসে। ২৮ মে এই সংসদ ভবনের উদ্বোধন। সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য ৭৫ টাকার বিশেষ স্মারক কয়েন প্রদান করা হবে। অর্থ দফতরের তথ্য অনুযায়ী, এই কয়েনের ওজন ৩৪.৬৫ গ্রাম থেকে ৩৫.৩৫ গ্রামের মধ্যে।
কয়েনের একদিকে থাকবে অশোকস্তম্ভ, কয়েনের মাঝখানে দেবনাগরী হরফে লেখা থাকবে 'ভারত' এবং ইংরেজিতে লেখা থাকবে 'ইন্ডিয়া'। থাকবে 'রুপি'র চিহ্ন এবং '৭৫' লেখা সংখ্যাটি।
কয়েনের উল্টোপিঠে থাকবে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়া নতুন সংসদ ভবনের ছবি।