ভোটের মাঝেই ফের টাকা উদ্ধার ইডির। এবার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। ইডির অনুমান, এর সঙ্গে আর্থিক তছরুপ মামলার যোগ রয়েছে।
রবিবার রাত থেকে রাঁচির ৬ জায়গায় তল্লাশি শুরু করে ইডি। সোমবার সকালে মন্ত্রীর সচিব সঞ্জীব লালের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়। ইডি সূত্রে খবর, এখনও ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এখনও বিপুল পরিমাণ টাকা গোনা বাকি। সেই কাজ করছে ইডি। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইডির দাবি, গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামের আর্থিক তছরুপ মামলার সঙ্গে সঞ্জীবের নাম জড়িয়ে যায়। সেই সূত্র ধরেই সোমবার সকালে অভিযান করেন ইডি আধিকারিকরা।