আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং গ্রেফতার । আর্থিক প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করল ইডি । এদিন সকালেই আবগারি মামলায় সাংসদের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেইসঙ্গে চলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ । শেষপর্যন্ত এদিন সাংসদের বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
দিল্লি আবগারি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে । এমনকী, জেরার মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও । ইডির নজরে ছিলেন আপ সাংসদ সঞ্জয়ও । তাই এদিন সকাল থেকেই সাংসদের বাড়িতে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । জেরার মুখে পড়তে হয় সঞ্জয়কে । বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে ।
বুধবারই আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, ইডির তল্লাশি অভিযানের কোনও ভিত্তি নেই । তল্লাশি করে তাঁরা কিছুই পাবেন না । একইসঙ্গে বিজেপিকেও আক্রমণ করেন তিনি ।