২০২৪ লোকসভা নির্বাচনের (General Election Date Announcement) দিনক্ষণ ঘোষণা কবে! শনিবার দুপুর তিনটেয় সাংবাদিক বৈঠক করে নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, একই সঙ্গে কিছু রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হবে।
চলতি বছরের মে মাসেই শেষ হয়ে যাবে বর্তমান সরকারের মেয়াদ। তাই মে মাসের মধ্যেই ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। রাজনৈতিক দলগুলি আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারও শুরু করে দিয়েছেন প্রার্থীরা। অবশেষে ১৬ মার্চ কমিশনের পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণা করা হবে।
আরও পড়ুন: নির্বাচনী বন্ড অসম্পূর্ণ, SBI-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
এদিন এক্স প্ল্যাটফর্মে নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার দুপুর ৩টে থেকে সোশ্যাল মিডিয়ায় এই নির্ঘণ্ট ঘোষণার সরাসরি সম্প্রচার করবে কমিশন।