প্রকাশ্যে এসেছে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য আপলোড করা হয়েছে। বন্ডের ক্রেতা ও প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 'দ্য কুইন্ট'-এর দাবি, লাভবান দলগুলির মধ্যে সবথেকে এগিয়ে বিজেপি। দেশে এই তালিকায় দ্বিতীয় দল তৃণমূল কংগ্রেস।
শীর্ষে কারা, দুইয়ে কে
ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপির ঘরে ঢুকেছে ৬০৬০ কোটির বেশি টাকা। দ্বিতীয় দল তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীলাভ হয়েছে ১৬১০ কোটি টাকা। কংগ্রেসের ঘরে নির্বাচনী বন্ডের মাধ্যমে ঢুকেছে ১৪২২ কোটি টাকা। ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে দ্বিতীয় দল তৃণমূলের থেকে তিন গুণ বেশি লাভ করেছে বিজেপি।
আর কোন দলের কত টাকা
বেশ কিছু আঞ্চলিক রাজনৈতিক দলও দারুণভাবে লাভবান হয়েছে। হাজার কোটির গ্রুপে রয়েছে তেলাঙ্গানার কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস। তাঁদের লাভ ১২১৪ কোটি ৭০ লক্ষ টাকা। পিছিয়ে নেই নবীন পট্টনায়েকের দলও। বিজু জনতা দলের লাভ ৭৭৫ কোটি ৫০ লক্ষ টাকা।
উল্লেখ্য রাজনৈতিক দলগুলির টাকার হিসাবের তথ্য পাওয়া গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকেই। ১২ এপ্রিল ২০১৯ থেকে ১৪ মার্চ ২০২৪ পর্যন্ত হিসাবের তথ্য দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।