প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অবমাননাকর পোস্ট করার অভিযোগ আম আদমি পার্টিকে শো-কজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
সম্প্রতি আম আদমি পার্টি টুইটারে (এখন এক্স) প্রধানমন্ত্রী মোদী এবং শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে একটি ভিডিও স্টোরি পোস্ট করে। ঠিক তার পরের দিন আপ মোদী এবং আদানির আরেকটি ছবি পোস্ট করে অভিযোগ করে, প্রধানমন্ত্রী শিল্পপতিদের জন্য কাজ করেন, সাধারণ মানুষের জন্য নয়।
মঙ্গলবার নির্বাচন কমিশন আম আদমি পার্টিকে শো-কজ নোটিশ পাঠিয়ে বলেছে, সোস্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর প্রতি অবমাননাকর মন্তব্য করা হয়েছে। ১৬ নভেম্বরের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে দিল্লি এবং পাঞ্জাব বিধানসভায় ক্ষমতায় থাকা আপ-কে।
আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামেই নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
গত ১০ নভেম্বর আপ-এর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল, আপ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছে, তা অত্যন্ত অনৈতিক এবং অগ্রহণযোগ্য।