ছটপুজোয় মর্মান্তিক দুর্ঘটনা বিহারের ঔরঙ্গাবাদে। ঘটনায় ঝলসে গিয়েছেন প্রায় ৩০ জন। এদের মধ্যে ২৫ জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই খবর।
জানা গিয়েছে, ঔরঙ্গাবাদের বাসিন্দা অনিল বিশ্বাসের বাড়িতে ছটপুজোর রান্না চলছিল। বাড়ির মহিলারা পুজোর প্রসাদ তৈরিতে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় রান্নাঘরে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। বাড়ির থেকে বেরোনোর সময় পাননি কেউ। ঘটনাস্থলেই ঝলসে যান পরিবারের ৩০ জন সদস্য। স্হানীয় বাসিন্দাদের চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। আহত ৩০ জনের মধ্যে আশঙ্কাজনক ২৫ জন।
পুলিশের তরফে এখনও এই ঘটনার কারণ না জানানো হলেও প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই ভয়াবহ অগ্নিকান্ড।