ফারাক ২৩ বছরের। স্থান পুরনো থেকে নতুন। পার্থক্য দু দশক আগে অটল বিহারী বাজপেয়ীর নিরাপত্তায় সংসদের বাইরে নিকেশ হয়েছিল পাঁচ জঙ্গি। বুধবার আর নরেন্দ্র মোদীর আধুনিক ভারতের পীঠস্থানের মধ্যে ঢুকে রং বোমা ফাটিয়ে এলেন দুই প্রতিবাদী যুবক। যার জেরে এবার আমূল বদল হচ্ছে শত কোটি ব্যয়ে তৈরি ডিজিট্যাল সংসদ ভবনের নিরাপত্তার রং। রাতে সংবাদসংস্থার খবর, এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। অধরা এখনও একজন।
এই ব্যাপারে ইতিমধ্যেই সর্বদল বৈঠক করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাতে সিদ্ধান্ত হয়েছে সংসদে ঢোকার আগে বডি স্ক্যানারের মধ্যে দিয়ে আসতে হবে। যেখানে কাউকে বাদ দেওয়া যাবে না। মূল গেট দিয়ে ঢুকতে পারবেন সাংসদরা। বাকিদের জন্য অন্য রাস্তা বলা হবে। এমনকী, সংসদের ভিতরে গ্যালারিতে বসছে কাঁচের দেওয়াল। যাতে ভবিষ্যতে আর কেউ ঝাঁপ দিয়ে ওয়েলে না চলে আসেন।
Darshana-Sourav Wedding: 'মাত্র এক-দেড় বছরের প্রেম', বিয়ের আগে দর্শনার নার্ভাস লাগছে?
বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ইস্যু করা পাস নিয়ে সংসদের ভিতরে ঢুকে রং বোমা ফাটিয়ে ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন দুই যুবক সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। এই ঘটনায় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলেও অভিযোগ করেছেন বিরোধীরা। কারণ, সেইসময় ফ্লোরে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলেও, বিরোধী বেঞ্চে হাজির ছিলেন রাহুল গান্ধী। তিনিও গোটা ঘটনায় হতবাক।