মাঝ আকাশে বিমান। এই পরিস্থিতিতে জরুরি দরজা খোলার চেষ্টা করলেন এক মত্ত বিমানযাত্রী। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে। কোনও মতে বিমানকর্মীরা তাঁকে ধরে নিয়ে গিয়ে আসনে বসান। বিমান অবতরণের পর ওই যাত্রীর বিরুদ্ধে মামলাও করেছে বিমান কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানে। ওই সংস্থার বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৫৬-র দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই ওই যাত্রীটিকে সিআইএসএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। যাত্রীর নামে মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।