৩ এপ্রিল মধ্য রাতে হায়দ্রাবাদে একটি 'ড্রাগ পার্টি' (Drug Party) তে তল্লাশি চালাতেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। বাঞ্জারা হিলস (Banjara Hills) এর বিলাসবহুল র্যাডিসন ব্লু হোটেলের পাবের পার্টিতে ছিলেন বিনোদন এবং রাজনীতির দুনিয়ার সঙ্গে যুক্ত থাকা অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়। কোকেন, মারিজুয়ানার মতো নিষিদ্ধ ড্রাগ উদ্ধার হয়েছে সেই পার্টি থেকে।
এনডিটিভি-র রিপোর্ট বলছে, পার্টিতে ছিলেন অভিনেতা নাগা বাবুর মেয়ে নিহারিকা কোনিডেলা, গায়ক রাহুল সিপলিগঞ্জের মতো চেনা মুখেরা। অন্ধ্রপ্রদেশ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের মেয়েও ছিলেন ওই পার্টিতে।
প্রসঙ্গত, র্যাডিসন ব্লু হোটেলের মালিক খাম্মামের এক প্রাক্তন সাংসদের মেয়ে। অভিনেতা নাগা বাবু জানিয়েছেন, তাঁর মেয়ের সঙ্গে মাদকের কোনও সম্পর্ক নেই। তেলেঙ্গানার কংগ্রেস নেতা অঞ্জন কুমার যাদব জানিয়েছেন, তাঁর ছেলে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন।
ঘটনায় বাঞ্জারা হিলস থানার স্টেশন হাউজ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।