দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সোমাবার সংসদ ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন।
এদিন সকালে দ্রৌপদী মুর্মু প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধতে গিয়ে শ্রদ্ধার্ঘ জানান। তারপর যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে তাঁকে স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ।
Partha Chatterjee:তদন্তকারী সংস্থা পদক্ষেপ করলেই নেতাদের আশ্রয়স্থল এসএসকেএম, ক্ষুব্ধ হাই কোর্ট
সংসদ ভবনে আয়োজন করা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিভিন্ন রাজ্যের মুখ্য়মন্ত্রী ও রাজ্যপাল ছাড়াও একাধিক দেশের প্রতিনিধি। শপথবাক্য পাঠ করার পর সংসদ ভবনে উপস্থিত সকল অতিথি শুভেচ্ছা জানান দেশের নতুন রাষ্ট্রপতিকে।
রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পর দ্রৌপদী মুর্মু ধন্যবাদ জানান উপস্থিত অতিথিদের। তারপর বলেন, ‘‘আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমার উপর বিশ্বাস রাখা ও সমর্থন জানানোর জন্য।"
উল্লেখ্য, ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়, ফল প্রকাশ হয় ২১ জুলাই। বিরোধী দলগুলির মনোনীত প্রার্থী যশবন্ত সিনহাকে প্রায় ৩ লক্ষেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হন এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু।