আগামী সপ্তাহেই রথযাত্রা । সেজে উঠছে পুরী । জগন্নাথ মন্দিরে চলছে জোরকদমে প্রস্তুতি । রথযাত্রা নিয়ে কড়া পুলিশ প্রশাসনও । নিরাপত্তার স্বার্থে পুরীর জগন্নাথ মন্দির চত্বরে ড্রোন (Drones) ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করল পুরী পুলিশ । সোমবার থেকেই সেই নির্দেশ কার্যকর হয়েছে । ১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে ।
পুরী পুলিশ সূত্রে খবর, অনভিজ্ঞ কেউ ড্রোন ওড়ালে তা ভক্তদের নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে । সেজন্যই ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর । শুধু জগন্নাথ মন্দির নয়, গুচিন্ডা মন্দির এবং রথ যেখানে থাকবে, সেইসব জায়গায় ড্রোন ওড়ানো যাবে না । নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন ।
আগামী মঙ্গলবার, ২০ জুন রথযাত্রা । এই সময় পুরীতে দেশ-বিদেশের প্রচুর ভক্ত সমাগম হয় । এবছরও তার ব্যতিক্রম হবে না । তাই পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে পুরী ।