ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানে পাচারের অভিযোগে পুণেতে গ্রেফতার করা হল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও)-র এক বিজ্ঞানীকে। মহারাষ্ট্রের জঙ্গি দমন শাখা এটিএস বুধবার ওই বিজ্ঞানীকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভের (পিআইও) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। এসটিএফের দাবি, বুধবারও তিনি পিআইও-র এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন।
ধৃত বিজ্ঞানী পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবহার করতেন সোস্যাল মিডিয়া। তিনি ডিআরডিও-র বড় পদে থাকায় বহু গুরুত্বপূর্ণ নথি পাচার হওয়ার আশঙ্কা রয়েছেন।
মুম্বইয়ের কালাচৌকি এটিএস পুলিশ স্টেশনে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।