তাঁকে 'আদরণীয়' বা 'মোদীজি' বলে সম্বোধন করা যাবে না৷ বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী তাঁর দলীয় সাংসদদের জানান, তাঁর নামের আগে বা পরে এমন বিশেষণ বসালে দেশের সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়। মোদী আরও বলেন, তিনি বিজেপির একজন সাধারণ কর্মী। সাধারণ মানুষ তাঁকে নিজেদের ঘরের লোক বলে মনে করেন।
বিজেপি সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, তাঁরা যেন তাঁকে তাঁদেরই একজন বলে মনে করেন। মোদী বলেন, "আমি দলের একজন ক্ষুদ্র কার্যকর্তা। জনগণ আমাকে তাঁদের পরিবারের একজন বলে মনে করেন। আমার নামের সঙ্গে 'শ্রী' বা 'আদরণীয়' গোছের বিশেষণ জুড়বেন না৷'