সদ্যোজাতকে পাশে নিয়ে ঘুমোচ্ছিলেন মা । কিন্তু, ঘুম থেকে উঠে দেখেন পাশে নেই তাঁর তিন দিনের শিশু । হইচই পড়ে যায় হাসপাতাল চত্বরে । অবশেষে দেখা যায়, হাসপাতাল লাগোয়া এক জমিতে কুকুরের মুখে ঝুলছে শিশুটির দেহ । সঙ্গে সঙ্গে হাসপাতালে শিশুটিকে নিয়ে আসা হয় । কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাকে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপতে ।
২৫ জুন পানিপতের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়েছিল। ২৮ জুন, মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। হাসপাতালের বেডে সদ্যোজাতকে পাশে নিয়ে অঘোরে ঘুমোচ্ছিলেন মা । তাঁর পরিবারের লোকজনও সেখানে ছিলেন । কিন্তু তাঁরাও সেই সময় ঘুমোচ্ছিলেন । মনে করা হচ্ছে, মাঝরাতে সবাই যখন ঘুমে অচেতন ছিলেন তখনই শিশুটিকে তুলে নিয়ে যায় কুকুরটি । ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালে । পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে পুলিশ । শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে শিশুর পরিবার । এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।