CAA কার্যকর হয়ে গিয়েছে। এবার কি দেশছাড়া হবেন মুসলিমরা! আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকসভা নির্বাচনের আগে সেই আতঙ্ক কাটাতে তৎপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
বিবৃতি জারি করে অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, নাগরিকত্ব প্রমাণের জন্য কোনও নথিও তাদের দিতে হবে না। CAA কারও নাগরিকত্ব কাড়ার আইন নয়। দেশের ১৮ কোটি ভারতীয় মুসলিমের উপর পড়বে না। ভারতীয় হিন্দুদের মতো তাদেরও অধিকার বজায় থাকবে। এই আইন বিভাজনমূলক বলে অভিযোগ করা হচ্ছে। সেই অভিযোগও উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুন: বাজেয়াপ্ত করা হয়েছে অভিষেকের সম্পত্তি, শিলিগুড়িতে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিবৃতিতে বলা হয়েছে, "ইসলাম শান্তির ধর্ম। কখনও ধর্মের নামে বিদ্বেষ, হিংসা ছড়ায়।" বিরোধীরা যেভাবে CAA-কে মুসলিম বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তা মেনে নেওয়া যায় না। এমনই দাবি কেন্দ্রের।