Russia-Ukraine War: ভারতের বিশ্ববিদ্য়ালয়ে ইউক্রেন ফেরত ডাক্তারদের 'না' কেন্দ্রের

Updated : Aug 03, 2022 15:25
|
Editorji News Desk

ইউক্রেন ফেরত ডাক্তারি পড়়ুয়াদের জন্য বড় ধাক্কা। কেন্দ্রীয় সরকার জানিয়েছেন, এ দেশে এমন কোনও আইন নেই, যাতে তাঁরা ভারতের কোনও বিশ্ববিদ্য়ালয় থেকে তাঁদের পড়াশোনা শেষ করতে পারেন। কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী পাওয়ারকে উদ্ধৃত্ত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। সম্প্রতি রাজ্য়সভায় কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছেন, ভারতীয় মেডিক্য়াল কাউন্সিলের আইন অনুযায়ী, ইউক্রেন ফেরত প্রায় ২০ হাজার পড়ুয়াকে ভারতের বিশ্ববিদ্য়ালয়ে ভর্তি নেওয়ার কোনও সংস্থান নেই। কারণ, জাতীয় মেডিক্যাল কাউন্সিল এ ব্যাপারে কোনও পড়ুয়াকে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ভারতের কোনও মেডিক্যাল কলেজে ভর্তি করানোর ব্যাপারে অনুমতি দেয়নি। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারতে আসা প্রায় ২০ হাজার ডাক্তারি পড়ুয়ার ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। সেই যুদ্ধ এখনও চলছে। রুশ গোলার মুখে পড়ে দিশা হারিয়েছিলেন ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা। তড়িঘরি তাঁদের এয়ারলিফ্ট করা হয়েছিল। কলকাতায় ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের সংবর্ধনা দিয়ে মুখ্য়মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, রাজ্য়ের মেডিক্য়াল কলেজে নিয়ে নেওয়া হবে। তারজন্য অবশ্য প্রয়োজন ছিল কেন্দ্রের ছাড়পত্র। কিন্তু রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের পর, তাঁদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। 

এখনও রুশ-ইউক্রেন যুদ্ধ চলছে। তাঁদের ফিরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ভারতের মেডিক্যাল কলেজগুলিতে তাঁদের ভর্তি নেওয়া হোক। এই দাবিতে গত কয়েকদিন আগে দিল্লিতে অনশন কর্মসূচি পালন করেছিলেন পড়ুয়ারা। পরিস্থিতি যা, তাতে আপাতত দেশের মেডিক্য়াল কলেজে তাঁদের ভর্তির কোনও সম্ভাবনা নেই। 

RussiaDoctorCenterukrain russia conflictuniversity

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক