মঙ্গলবার রাতের এসডিএইচ বীজবেহারা হাসপাতাল। অপারেশন থিয়েটারে তখন তৎপরতা তুঙ্গে। এমার্জেন্সি লোয়ার সেগমেন্ট সিজারিয়ান অপারেশন চলছিল এক মহিলার। সেই সময় আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলা। আর সেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সফলভাবেই পৃথিবীর আলো দেখল নবাগত। সৌজন্যে চিকিৎসকের অপরিসীম ধৈর্য্য ও পেশাগত দক্ষতা। ভূমিকম্পের মধ্যে যখন সকলেই প্রাণ বাঁচাতে ব্যস্ত তখন অপারেশন টেবিলে কয়েকজন অকুতোভয় চিকিৎসকের এই স্থৈর্য্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ কম্পন অনুভূত হয় অনন্তনাগে। কম্পনের ধাক্কায় গোটা অপারেশন থিয়েটার কাঁপতে শুরু করে। রোগী এবং তাঁর সদ্যোজাত সন্তানের জীবনসঙ্কটের কথা ভেবে নিজেদের জীবন বাজি রেখে অপারেশন চালিয়ে যান চিকিৎসকরা। এই ঘটনার ভিডিও অনন্তনাগের সিএমও-এর টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
আরও পড়ুন- Firhad hakim: রাজ্যের ৬০ পুরসভায় চাকরি বিক্রির অভিযোগ, তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের