দিল্লিতে মোদী 3.0। রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। সঙ্গে NDA সরকারের, পূর্ণাঙ্গ মন্ত্রীসভাও তৈরি হয়েছে। একে একে শপথ নিয়েছেন মন্ত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই রাষ্ট্রপতি ভবনে মোদীকে বিশেষ ডিনারের জন্য নিমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সঙ্গে ওই বিশেষ নৈশভোজে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সাংসদ এবং মন্ত্রীদের।
Sonakshi Sinha: বলিউডে ফের সুখবর, এবার বিয়ের পিঁড়িতে সোনাক্ষী ?
এদিনের নৈশভোজে ছিল এলাহি আয়োজন। ছিল একাধিক ধরণের জ্যুস, স্টাফড লিচি, ম্যাঙ্গো ক্রিম, মটকা কুলফি, রায়তা এছাড়াও ছিল বিরিয়ানি, নানা রকমের নান কুলচা, যোধপুরী সবজি, মিলেটের নানা খাবার। রাজস্থানের ঘেওয়ার মিষ্টি থেকে শুরু করে ছিল দইয়ের নানা মেন্যুও।