পেশায় হিরে শিল্পী। অথচ পকেটে নেই কানাকড়ি। অভাবের তাড়নায় শেষে পরিবার-সহ মৃত্যুর পথ বেছে নিলেন হিরে শিল্পী কর্মরত বিনু মোরদিয়া নামে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে। ওই ব্যক্তির দুই সন্তান এবং স্ত্রীর মৃত্যু হলেও, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৫৫ বছরের বিনু মোরদিয়া।
জানা গিয়েছে, স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েকে নিয়ে সুরাতে থাকতেন হিরে ব্যবসায়ী বিনু। মাসে আয় করতেন ১৫ থেকে ২০ হাজার টাকা। কিন্তু ওই টাকায় ছয় জনের সংসার চালানো দুঃসাধ্য হয়ে উঠেছিল। পুলিশের প্রাথমিক অনুমান, সেই কারণেই বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই হিরে শিল্পী।
আরও পড়ুন - বাহানগায় লাইন মেরামতির কাজ, শুক্রবারও ২৬টি ট্রেন বাতিল রেলের
স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় দুই ছেলেমেয়েকে বাড়িতে রেখে, বাকি দুই ছেলেমেয়ে এবং স্ত্রীকে নিয়ে একটি নির্জন জায়গায় যান বিনু। সেখানেই অ্যালুমিনিয়াম ফসফাইডের ট্যাবলেট খান চারজন। স্থানীয়রা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ৫০ বছরের স্ত্রী সারদাবেন, বড় ছেলে ২০ বছরের কৃষ এবং ১৫ বছরের কন্যা সেনিতার।