টানা কয়েক মাসের বিরতি শেষ। আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম (Petrol Price Hike)। তাই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করছেন বিরোধিতা। সেই সুরে গলা মেলালেন ডেরেক ও’ ব্রায়েন (Derek O'Brien )। তৃণমূল (TMC) সাংসদ টুইট করেছেন, 'রবিবার সকালে আবার! ভোটের ফল ঘোষণার মাত্র ২ সপ্তাহের মধ্যে ৬ দিনে পাঁচবার জ্বালানির দামবৃদ্ধি। মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সংসদে সব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনার কথা বলেন। আপনারা চার রাজ্যে জিতেছেন। তাহলে ভয় পেয়ে পালাচ্ছেন কেন? আগামী সপ্তাহে রাজ্যসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হোক।'
আরও পড়ুন: Petrol-Diesel price hike: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, ৬ দিনে পঞ্চমবার
প্রসঙ্গত, ৬ দিনে ৫ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৫২ পয়সা বেড়ে হল ১০৮ টাকা ৫৩ পয়সা। ডিজেলের দাম ৫৬ পয়সা বেড়ে হল ৯৩ টাকা ৫৭ পয়সা। সব মিলিয়ে ৬ দিনে প্রায় ৪ টাকা দাম বাড়ল জ্বালানির। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটপর্ব মেটার পর থেকেই, সাধারণ মানুষের ওপর লাগাতার বাড়ছে মূল্যবৃদ্ধির চাপ।