ফের হেনস্তা রাজধানীতে। এবার হেনস্তার শিকার হলেন খোদ দিল্লি মহিলা কমিশনের প্রধান (Delhi Woman Commission)। অভিযোগ, দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালকে কুপ্রস্তাব দিয়েছেন একটি গাড়ির চালক।
এমনকি তার পর স্বাতীকে ১৫ মিতার হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দিল্লির এইমস হাসপাতালের ২ নম্বর গেটের সামনে। বরাতজোরে রক্ষা পেয়েছেন স্বাতী। নিজের অভিজ্ঞতা টুইটারে শেয়ার করেছেন তিনি। ইতিমধ্যেই অভিযুক্ত ওই চালককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৩টে রাতে এইমসের কাছে ফুটপাথে দাঁড়িয়ে ছিলেন স্বাতী। সেই সময় গাড়ি নিয়ে তাঁর কাছে আসেন হরিশ চন্দ্র নামে ৪৭ বছরের ওই চালক। অভিযোগ, সেই সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন হরিশ। স্বাতীকে গাড়িতে ওঠার প্রস্তাব দেন।
আরও পড়ুন- সূত্র গোপন রাখতে পারবেন না সাংবাদিকরা, জানিয়ে দিল আদালত
স্বাতী গাড়িতে না উঠতে চাইলে এগিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে ফিরে আসেন ওই ব্যক্তি। এরপর জোর করে স্বাতীকে গাড়িতে তোলার চেষ্টা করেন অভিযুক্ত। সেই সময় জানলার কাছে গিয়ে ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করেন স্বাতী। গাড়ির কাঁচ তুলে দেন চালক। হাত আটকে যায় স্বাতীর। ওই অবস্থায় তাঁকে প্রায় ১৫ মিটার হিঁচড়ে নিয়ে যান চালক। এরপর কোনও মতে প্রাণে বাঁচেন স্বাতী।