দিল্লির ভয়াবহ দুর্ঘটনায় মৃত তরুণীর দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে, তরুণীর যৌন হেনস্থা হয়েছিল, সেরকম কোনও প্রমাণ মেলেনি রিপোর্টে। তরুণীর হাতে, পায়ে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, যা দীর্ঘ ১২ কিলোমিটার গাড়িতে ঘষটে যাওয়ার ফলে হয়েছিল।
তবে তরুণীর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মেলেনি। তবে সোয়াব নমুনা এবং তাঁর প্যান্টের টুকরো সংরক্ষণ করা হয়েছে ফরেন্সিক তদন্তের জন্য।
ইতিমধ্যে তরুণীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৫ জনই গ্রেফতার হয়েছে।
রবিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে দেশের রাজধানী(Delhi Horror) রাত ২টো নাগাদ অফিস থেকে ফেরার সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা(Delhi Road Accient) মারে তাঁকে। এখানেই শেষ নয়, ওই তরুণী গাড়ির তলায় আটকে যান। সেই অবস্থাতেই ওই তরুণীকে টেনে-হিঁচড়ে প্রায় ঘন্টাখানেক পথ চলে গাড়িটি।
দুর্ঘটনাস্থল থেকে ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে নগ্ন দেহ উদ্ধার হয় তরুণীর। দিল্লির কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহটি গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে.