দিল্লির শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ । অভিযুক্ত আফতাব পুণাওয়ালার নৃশংসতা যতই প্রকাশ্যে আসছে, শিউরে উঠছে সকলে । লিভ-ইন-পার্টনারকে নৃশংসভাবে খুন, তারপর দেহের ৩৫ টা টুকরো করি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, রক্তের দাগ পরিষ্কারের পদ্ধতি খুঁজতে গুগলে সার্চ করা...একের পর এক তথ্য রাতের ঘুম কেড়েছে পুলিশ কর্তাদের । যাকে নিয়ে এত হইচই,আলোচনা সেই আফতাব পুণাওয়ালা কে ? একজন দাগী ক্রিমিনাল নাকি অন্য পরিচয় রয়েছে তার ? ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী,আফতাব একজন ফুড ব্লগার। ইনস্টাগ্রামে ‘হাংরিচক্র’ নামে একটি ফুড অ্যাকাউন্ট আছে তার ।
জানা গিয়েছে, মুম্বইয়ের পালঘর জেলার ভাসাই এলাকার বাসিন্দা আফতাব । ভাসাইয়ের সেন্ট ফ্রান্সিস হাই স্কুলে পড়াশোনা করেছে সে । মুম্বইয়ের এলএস সাহেজা কলেজ থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়ে স্নাতক পাশ করে আফতাব । শেফ হিসেবেও নাকি প্রশিক্ষণ নিয়েছিল সে । ফুড ব্লগিংও করত আফতাব ।
আফতাবের ফুড অ্যাকাউন্টে গেলে দেখা যাবে প্রায় ৬০০টিরও বেশি পোস্ট রয়েছে সেখানে । সব খাবারের ছবি । আর প্রতিটাই উচ্চমানের ফটোগ্রাফি । বিভিন্ন মিষ্টি, কেক, বার্গার, চা থেকে শুরু করে নুডলস, রাইস চিকেনের নানারকম ডিশ...কী নেই । রেস্টুরেন্ট স্টাইল খাবারের ছবি যেমন রয়েছে, তেমনই বাড়িতে বানানো খাবারের ছবিও রয়েছে সেখানে । ২ ফেব্রুয়ারি আফতাব তার ফুড অ্যাকাউন্টে শেষ পোস্ট করেছে । এইমুহূর্তে ইনস্টাগ্রামের ফুড অ্যাকাউন্টটি দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষের । অনেকেই আফতাবের ফুডের ইনস্টা প্রোফাইলে গিয়ে ঢুঁ মেরে আসছেন । ১৫ নভেম্বর পর্যন্ত ২৮,৫০০ জনেরও বেশি লোক ফলো করেছে ।যদিও ফুড ব্লগিংয়ের আগে নাকি মুম্বইয়ের একটি কলসেন্টারে কাজ করত আফতাব ।