দীপাবলির আগেই দিল্লির বাতাসে ভয়াবহ দূষণ। শুক্রবার সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছে যায় ৪৬০-এ। ইতিমধ্য়ে প্রাথমিক স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। দিল্লিজুড়ে নির্মাণ কাজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে বাইরে বেরোলেই অনেকেই চোখ জ্বালা করতে শুরু করেছে।
দিল্লির এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য পাবলিক ট্রান্সপোর্টের উপর জোর দেওয়া হয়েছে। শুক্রবার থেকে ২০টি অতিরিক্ত রেক চালাচ্ছে দিল্লি মেট্রো।
চিকিৎসকরা এই সময় অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বায়ুদূষণের কারণে চোখ জ্বালা, বমি ভাব, মাথাব্যথা সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় বাইরে বেরোনোর সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তাঁরা।
Read More- সুপ্রিম স্বস্তি গৌতম পালের, এখনই গ্রেফতার নয় পর্ষদ সভাপতিকে নির্দেশ
দূষণ নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লিতে জলের ট্যাঙ্কার প্রস্তুত রাখা হয়েছে। সেগুলি থেকে নির্দিষ্ট সময় অন্তর জল ছেটানো হচ্ছে। পাশাপাশি দিল্লির একাধিক এলাকায় BS 4 গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।