কুস্তি ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রমাণ চাইল দিল্লি পুলিশ। অভিযোগের ছবি, ভিডিও, অডিও জমা দিতে বলা হয়েছে আন্দোলনকারী কুস্তিগিরদের।
এদিকে বিতর্কের মধ্যেই বড়সড় ঘোষণা ব্রিজভূষণের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়বেন। বর্তমানে উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ কেন্দ্রের সাংসদ তিনি।
ইতিমধ্যে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার দুটি FIR জমা পড়েছে। তার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। কয়েকদিন আগে ব্রিজভূষণের উত্তরপ্রদেশের বাড়িতেও হানা দেয় তদন্তকারী অফিসাররা। বাড়িতে থাকা প্রায় ১২ জনের সঙ্গে কথা বলেন তাঁরা।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন সাক্ষী মালিক এবং অন্য কুস্তিগিররা। কিন্তু সেই বৈঠক যে খুব একটা ফলপ্রসু হয়েছে তা নিশ্চিত করা বলতে পারেননি কেউ।